মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

0
মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকার অভিজাত রেস্তোরাঁ ভিআইপি পিঠাঘরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সহসভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে এবং দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতনের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন।

মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান নির্বাচনী প্রচারণার কাজে বাংলাদেশে অবস্থান করায় মোবাইল ফোনে যুক্ত হন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরেন। 

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শই মরহুম দেশমাতা বেগম খালেদা জিয়াকে আপসহীন ও জননন্দিত নেত্রীতে পরিণত করেছে। সেই একই মতাদর্শ আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাঝেও প্রতিফলিত হচ্ছে। তারেক রহমান তার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শকে জনগণের মাঝে নতুনভাবে তুলে ধরছেন।

অনুষ্ঠানের সভাপতি আব্দুল জলিল লিটনসহ অন্যান্য বক্তারা বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছাড়া দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জিয়াউর রহমান একটি মেরুদণ্ডহীন বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত রাষ্ট্রে রূপ দিয়েছেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, সম্মুখসমরে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তার হাত ধরেই বাংলাদেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও মো. কাজী সালাউদ্দিন, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতা আক্তার বাবু, প্রফেসর শাফিউর রহমান (পিএইচডি স্কলার), সদস্য মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, যুবদলের সিমিনিয়েহ শাখা সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবনেতা বাবু সরকার, স্বেচ্ছাসেবক নেতা সোহেল মাহমুদ, ছাত্রনেতা মো. আদিব আঞ্জুমসহ আরও অনেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চৌকিট শাখা সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, পুডু শাখা সভাপতি মো. মানিক ইসলাম, বিএনপি বুকিত বিন্তাং শাখা সভাপতি আনোয়ার হোসেন সেলিম, বিএনপি নেতা ফারুক হোসেন, মোতাহের হোসেন, ইমন হাসান, যুবনেতা কে এ সবুজ, জালাল উদ্দিন, রাশেদ আহমেদ ও জাসাস মালয়েশিয়ার যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here