দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার বার্ষিক এই সম্মেলনে দেওয়া ভাষণে তিনি নাম উল্লেখ না করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে তোপ দাগেন।
ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পেশীশক্তির আস্ফালন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বর্তমানের এই সংঘাতময় পরিস্থিতিকে জোর যার মুল্লুক তার নীতির সাথে তুলনা করেন।
ম্যাক্রোঁ অভিযোগ করেন, সম্মিলিত শাসনের অভাবে বিশ্ব এখন এক অস্থির প্রতিযোগিতার মুখে পড়েছে। তিনি সরাসরি মার্কিন বাণিজ্য চাহিদাকে আক্রমণ করে বলেন, ইউরোপকে দুর্বল ও বশীভূত করাই হলো এসবের মূল উদ্দেশ্য। বিশেষ করে আঞ্চলিক সার্বভৌমত্বকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দফায় দফায় যে শুল্ক আরোপ করা হচ্ছে, তাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি অভিহিত করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের দিকে ইঙ্গিত করে তিনি পুনরুজ্জীবিত ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার’ কঠোর সমালোচনা করেন।
ভাষণে ফরাসি প্রেসিডেন্ট একটি শক্তিশালী ইউরোপের চিত্র তুলে ধরেন। জানান, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা আঘাত করতে প্রস্তুত। তিনি ইইউ-এর তথাকথিত ‘ট্রেড বাজুকা’ বা বাণিজ্যিক সুরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ইউরোপ এখন অনেক বেশি শক্তিশালী এবং যখনই নিয়ম ভঙ্গ করা হবে বা ইইউকে অসম্মান করা হবে, তখনই এই ব্যবস্থা প্রয়োগ করতে দ্বিধা করা হবে না। এছাড়া বিদেশি বন্ডে বিনিয়োগ কমিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি হোয়াইট হাউসকে পরোক্ষভাবে একটি শক্তিশালী বার্তা প্রদান করেন।
সূত্র: সিএনএন

