প্রবাসী কর্মীদের দুঃসংবাদ দিলো সৌদি আরব

0
প্রবাসী কর্মীদের দুঃসংবাদ দিলো সৌদি আরব

মার্কেটিং ও বিক্রয় খাতে নিজেদের নাগরিকদের কাজের ক্ষেত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এর ফলে দেশটিতে বেসরকারি খাতের হাজারো প্রবাসী কর্মী চ্যালেঞ্জেরে মুখে পড়তে পারেন।

সোমবার দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী কর্মরত আছেন, তাদের বিপণন ও বিজ্ঞাপন সংশ্লিষ্ট পদগুলোতে অবশ্যই ৬০ শতাংশ স্থানীয়করণ বা ‘সৌদিকরণ’ নিশ্চিত করতে হবে।
 
মন্ত্রণালয় আরও জানায়, এই সিদ্ধান্তের আওতায় রয়েছে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন ব্যবস্থাপক, বিজ্ঞাপন প্রতিনিধি, মার্কেটিং বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার, বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ এবং আলোকচিত্রীসহ বিভিন্ন পদ। 

ঘোষণা দেয়ার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এসব পদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।

এদিকে, বেসরকারি খাতের বিক্রয় (সেলস) প্রতিষ্ঠানেও সৌদিকরণ হার ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ খাতেও তিনজন বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের আওতায় রয়েছে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্টসহ বিভিন্ন পদ। এই সিদ্ধান্তও ঘোষণা দেয়ার তিন মাস পর থেকে কার্যকর হবে।
 
মন্ত্রণালয় জানিয়েছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সৌদি শ্রমবাজার আরও আকর্ষণীয় হবে, দক্ষ সৌদি নাগরিকদের জন্য মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং চাকরির স্থিতিশীলতা বাড়বে।

সূত্র: সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here