গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি জনগণকে বোঝাতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

0
গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি জনগণকে বোঝাতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি সহজ করে সর্বস্তরের জনগণকে বোঝাতে হবে। প্রয়োজনে যদি আঞ্চলিক ভাষা ব্যবহার করে বোঝানোর দরকার পরে তা করতে হবে। যাতে ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তফাৎটা সবাই বুঝতে পারে।

মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ এখন আর আগের মতো নেই। আমরা আগের মত অবস্থায় ফিরতে চাই না। এজন্য আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটটি খুব গুরুত্বপূর্ণ। 

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট কোনো নিরপেক্ষ জায়গা নয়। ‘হ্যাঁ’ মানে আমি পরিবর্তন চাই, ‘হ্যাঁ’ মানে আমরা নতুন দেশ চাই। এদেশের আপামর জনগণও তা চায়। এইটুকুই বোঝাতে হবে সকলকে। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here