বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় পর্ব স্থগিত থাকলেও দল গড়ায় বসে নেই ফর্টিস এফসি। লিগ শিরোপা জেতার লক্ষ্যে মধ্যবর্তী দলবদল মৌসুমে চমক দেখিয়েছে তারা।
ভুটান প্রিমিয়ার লিগের সেরা উইঙ্গার দাওয়া টিশেরিংকে দলে ভিড়িয়েছে ফর্টিস। থিম্পু সিটি এফসির হয়ে ভুটান প্রিমিয়ার লিগের মোস্ট ভ্যালুয়েবল এই খেলোয়াড়কে লোনে দলে নিয়েছে ফর্টিস।
মঙ্গলবার ফর্টিস এফসির টিম ম্যানেজার রাশেদুল ইসলাম চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে ৩১ এপ্রিল পর্যন্ত লোনে নিয়েছি। ওই তারিখের পর লিগ শেষ হোক বা না হোক, আমি তাঁকে আর রাখতে পারব না। আমাদের ক্লাব সভাপতির (শাহিন হাসান) সঙ্গে আলোচনা করেই এই চুক্তি সম্পন্ন হয়েছে।
বর্তমানে দাওয়া টিশেরিং ব্যাংককে অনুষ্ঠিত চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের হয়ে খেলছেন। সেখানে তিন ম্যাচে ৩ গোল করে নিজের ফর্ম অব্যাহত রেখেছেন।
লিগের প্রথম পর্ব শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে বসুন্ধরা কিংসের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করছে ফর্টিস।

