মালয়েশিয়ার সুলতানের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

0
মালয়েশিয়ার সুলতানের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার যোগদানের প্রায় তিন মাসের মাথায় মালয়েশিয়ার ইয়াং ডি-পেরতুয়ান আগোং (সুলতান) সুলতান ইব্রাহিম-এর নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেন।

একই সময় বাংলাদেশসহ আরও ১১টি দেশ সৌদি আরব, হাঙ্গেরি, সেনেগাল, ফিলিস্তিন, স্লোভাক, লেবানন, উরুগুয়ে, ফ্রান্স, ইন্দোনেশিয়া, জিবুতি ও পর্তুগালের রাষ্ট্রদূতরা তাদের পরিচয়পত্র পেশ করেন ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়াইবি দাতুক সেরি উতামা মোহাম্মদ হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব দাতো শ্রী আমরান মোহম্মদ জিন, এবং ইস্তানা নেগারা রয়্যাল হাউসহোল্ডের দাতুক নিয়ন্ত্রক তান শ্রী দাতো ডক্টর আজমি রোহানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here