নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন তারই বাল্যবন্ধু

0
নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন তারই বাল্যবন্ধু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনব্যবস্থার এক অন্ধকার চিত্র সামনে এসেছে। সম্প্রতি ইসরায়েলের হারেতজ পত্রিকায় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে নেতানিয়াহুর বাল্যবন্ধু গ্যাবি উইকার তার দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন। উইকার অত্যন্ত আবেগঘন ও কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, নেতানিয়াহুর ব্যক্তিগত ক্ষমতা টিকিয়ে রাখার লালসা আজ ইসরায়েল রাষ্ট্রটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। 

তিনি দাবি করেন, ইসরায়েল এখন আর জনস্বার্থে পরিচালিত হচ্ছে না বরং এটি এমন একজন ব্যক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে। যিনি নিজের রাজনৈতিক অস্তিত্ব ও বিচার বিভাগীয় শাস্তি এড়াতে গোটা জাতিকে যুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছেন।

উইকার নেতানিয়াহুর কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নন বরং তিনি তাকে ক্ষমতার মোহ গ্রাস করার আগে থেকেই চেনেন। তার মতে, আজকের নেতানিয়াহু কোনো আদর্শ বা জাতীয় নিরাপত্তার দ্বারা পরিচালিত হচ্ছেন না বরং এক গভীর আতঙ্ক ও উন্মাদনা তাকে গ্রাস করেছে। 

তিনি বর্তমানের বহুমুখী যুদ্ধ পরিস্থিতিকে একটি সুকৌশলী চেতনানাশক হিসেবে বর্ণনা করেছেন। যা ইসরায়েলি সমাজকে অনবরত ভয়ের মধ্যে রেখে নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। উইকারের বর্ণনায় ফুটে উঠেছে এমন এক নেতার ছবি, যার কাছে নিজের গদি রক্ষা করাটাই এখন একমাত্র ধর্ম। আর সেই লক্ষ্যে তিনি নিজের দেশ, সেনাবাহিনী এবং এমনকি সাধারণ মানুষের জীবনকেও উৎসর্গ করতে দ্বিধা করছেন না।

এই প্রতিবেদনে নেতানিয়াহুর পারিবারিক ও ব্যক্তিগত জীবনের কিছু অস্বস্তিকর দিকও উন্মোচিত হয়েছে। তার স্ত্রী সারা নেতানিয়াহুর প্রভাব এবং পরিবারের অন্দরমহলের অস্থিরতা কীভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে প্রভাবিত করছে, তা নিয়ে উইকার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

এমনকি নেতানিয়াহুর নিজের বড় মেয়ে নোয়াকে জনচক্ষুর আড়ালে সরিয়ে রাখার বিষয়টিকেও তিনি নৈতিক স্খলনের চরম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে ব্যক্তি নিজের রক্তকে অস্বীকার করতে পারেন, তার পক্ষে দেশের আইন বা জনপদ মুছে ফেলাও অসম্ভব কিছু নয়। 

সূত্র: মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here