লিবিয়ায় এক প্রবাসীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে সিলেট থেকে এক যুবককে গ্রেফতারক করেছে র্যাব। মঙ্গলবার ছাদেক আহমেদ নামের ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯ এর একটি দল সিলেটের বিয়ানীবাজার থানার বৈরাগীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ছাদেক আহমেদ (৩০) বিয়ানীবাজার থানার খশির গ্রামের শাহ আলমের ছেলে।
র্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার চর কিশোরগঞ্জ এলাকার সুমন মিয়া ৮ বছর পূর্বে লিবিয়ায় যান। সেখানে আবুবক্কর নামের এক ব্যক্তির সাথে সখ্যতা গড়ে ওঠে। ইতোমধ্যে সুমনের পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের জন্য আবুবক্করের কাছে পাসপোর্ট দেন তিনি।
গত বছরের ১৩ সেপ্টেম্বর সুমন মিয়া লিবিয়া থেকে বাংলাদেশে থাকা তার পরিবারকে ফোনে জানায় আবু বক্করসহ ৩-৪ জন ব্যক্তি তাকে অপহরণ করে টাকা দাবি করছে। টাকা না দিলে তারা তাকে প্রাণে মেরে ফেলবে। পরে বিভিন্ন বিকাশ নাম্বারে সুমনের পরিবার অপহরণকারীদের ৩ লাখ ১৭ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর পর সুমনের সাথে পরিবারের যোগাযোগের সকল মাধ্যম বন্ধ করে দেয় অপহরণকারীরা।
গত ২০ ডিসেম্বর সকাল ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তি একটি নম্বর থেকে সুমনের ভাই রিয়াদ হোসেনকে ফোন করে আরও ৩/৪ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে আবুবক্করের মাধ্যমে তাকে খুন করার হুমকি দেয়। এ ঘটনায় রিয়াদ হোসেন বাদি হয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার পর র্যাব ছায়া তদন্তে নেমে ওই চক্রের সন্ধান পায়। অভিযান চালিয়ে বিয়ানীবাজার থেকে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের সদস্য ছাদেক আহমেদকে গ্রেফতার করে।

