শিশুদের সুরক্ষায় সেকেন্ডারি অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

0
শিশুদের সুরক্ষায় সেকেন্ডারি অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘সেকেন্ডারি অ্যাকাউন্ট’ নামে এই সুবিধার মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানের জন্য আলাদা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন, যা মূল (প্রাইমারি) অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে।

ডব্লিউএ বিটা ইনফোর তথ্য অনুযায়ী, এই সেকেন্ডারি অ্যাকাউন্টগুলোতে থাকবে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রিত সুবিধা। ডিজিটাল লিংকের মাধ্যমে অ্যাকাউন্টটি অভিভাবকের প্রাইমারি অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে অভিভাবকেরা সন্তানের অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

এই সেকেন্ডারি অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কেবল পরিচিত কনট্যাক্টদের কাছ থেকেই কল ও বার্তা আসবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা কেবল কনট্যাক্টদের কাছ থেকে মেসেজ বা কল পাবেন—এমন কোনো আলাদা অপশন নেই। অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নতুন এই ফিচারটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিভাবকেরা কি সন্তানের চ্যাট দেখতে পারবেন?

এই প্রশ্নের উত্তরে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অভিভাবকেরা সন্তানের চ্যাট বা কল সরাসরি দেখতে পারবেন না। তবে অ্যাকাউন্টের ব্যবহারসংক্রান্ত বিভিন্ন রিপোর্ট ও ব্যবহার প্যাটার্ন সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন আগের মতোই বহাল থাকবে। ফলে ব্যক্তিগত চ্যাট ও কথোপকথনের গোপনীয়তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপ বলছে, সরাসরি ব্যক্তিগত বার্তায় প্রবেশ না করেই অভিভাবকীয় তত্ত্বাবধান নিশ্চিত করাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য।

বর্তমানে সেকেন্ডারি অ্যাকাউন্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রাইমারি কন্ট্রোল ফিচারটি উন্নয়ন পর্যায়ে রয়েছে। নতুন এই প্যারেন্টাল টুলগুলো কীভাবে বিদ্যমান অ্যাকাউন্ট সেটিংসের সঙ্গে সহজভাবে যুক্ত করা যায়, তা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ফিচারটি চালু হলে অভিভাবকেরা সন্তানের বয়স অনুযায়ী নিরাপদ সেটিংস নিশ্চিত করতে পারবেন, যা শিশুদের অনলাইন নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে।

সূত্র: খালিজ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here