দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে রান্নাঘরে বড় ভরসা হয়ে উঠেছে ইলেকট্রিক চুলা। বিশেষ করে শহরাঞ্চলে ইনডাকশন ও ইনফ্রারেড—এই দুই ধরনের ইলেকট্রিক চুলার ব্যবহার দ্রুত বাড়ছে। দেখতে প্রায় একই হলেও বৈজ্ঞানিক দিক থেকে এই দুই চুলার কার্যপ্রণালী, শক্তি দক্ষতা ও ব্যবহারিক সুবিধায় রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য।
কীভাবে তৈরি হয় তাপ
ইনডাকশন ও ইনফ্রারেড চুলার মৌলিক পার্থক্য তাদের তাপ উৎপাদনের প্রক্রিয়ায়।
ইনডাকশন চুলা কাজ করে ‘ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন’ বা তড়িৎ-চৌম্বকীয় আবেশ প্রক্রিয়ায়। চুলার ভেতরে থাকা কপার কয়েল উচ্চ ফ্রিকোয়েন্সির চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা সরাসরি রান্নার পাত্রের অণুগুলোকে উত্তপ্ত করে। এতে চুলার গ্লাস টপ নিজে গরম না হয়ে কেবল পাত্রেই তাপ উৎপন্ন হয়।
অন্যদিকে, ইনফ্রারেড চুলা তাপ উৎপন্ন করে ‘ইনফ্রারেড রেডিয়েশন’ বা অবলোহিত বিকিরণের মাধ্যমে। এর ভেতরে থাকা রেজিস্ট্যান্স কয়েল বা হ্যালোজেন ল্যাম্প প্রথমে নিজে গরম হয়। সেখান থেকে ইনফ্রারেড রশ্মি গ্লাস টপ পেরিয়ে রান্নার পাত্রে তাপ সরবরাহ করে।
পাত্র ব্যবহারে সীমাবদ্ধতা
ইনডাকশন চুলার ক্ষেত্রে পাত্র নির্বাচনে বাড়তি সতর্কতা প্রয়োজন। যেহেতু এটি চৌম্বক ক্ষেত্রের ওপর নির্ভরশীল, তাই এতে কেবল লোহা বা ফেরোম্যাগনেটিক স্টিলের পাত্র ব্যবহার করা যায়। অ্যালুমিনিয়াম বা কাচের পাত্র এতে কাজ করে না।
ইনফ্রারেড চুলায় এই সীমাবদ্ধতা নেই। তাপ বিকিরণের মাধ্যমে কাজ করায় অ্যালুমিনিয়াম, স্টিল, তামা, কাচ এমনকি মাটির পাত্রও ব্যবহার করা যায়।
বিদ্যুৎ সাশ্রয়ে কোনটি এগিয়ে
শক্তি দক্ষতার দিক থেকে ইনডাকশন চুলা এগিয়ে। গবেষণা অনুযায়ী, ইনডাকশন চুলার কার্যকারিতা প্রায় ৯০ শতাংশ। কারণ তাপ সরাসরি পাত্রে তৈরি হওয়ায় অপচয় খুব কম।
ইনফ্রারেড চুলায় কয়েল থেকে গ্লাস এবং গ্লাস থেকে পরিবেশে কিছু তাপ নষ্ট হয়। ফলে এর দক্ষতা গড়ে প্রায় ৭০ শতাংশ। দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে তাই ইনডাকশন চুলা তুলনামূলকভাবে লাভজনক।
নিরাপত্তা ও ব্যবহারিক সুবিধা
নিরাপত্তার প্রশ্নে ইনডাকশন চুলা বেশি নিরাপদ। রান্না শেষে চুলার উপরিভাগ দ্রুত ঠান্ডা হয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি কম।
ইনফ্রারেড চুলার গ্লাস টপ রান্নার পরও কিছু সময় গরম থাকে। তবে এতে সরাসরি রুটি সেঁকা বা ঝলসানোর মতো কাজ করা যায়, যা ইনডাকশন চুলায় সম্ভব নয়।
গ্যাস সংকটে কোনটি উপযোগী
বিশেষজ্ঞদের মতে, বর্তমান গ্যাস সংকটে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপত্তার দিক বিবেচনায় ইনডাকশন চুলা বিজ্ঞানসম্মতভাবে উত্তম। তবে যারা সব ধরনের রান্নার পাত্র ব্যবহার করতে চান বা রান্নার ধরনে বেশি স্বাধীনতা চান, তাদের জন্য ইনফ্রারেড চুলা একটি কার্যকর বিকল্প।
সঠিক পাত্র ও সচেতন ব্যবহারে ইলেকট্রিক চুলা শুধু গ্যাস সংকট মোকাবিলায় নয়, বরং পরিবেশবান্ধব রান্নার পথও দেখাতে পারে।

