বরিশালের বানারীপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন তৈরি বিপুল পরিমাণ কাঁচামাল ও পলিথিন উদ্ধার করা হয়েছে। সিলগালা করে দেয়া হয়েছে তিনটি গুদাম ও ফ্যাক্টরি। সোমবার রাতে বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনীবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালতের নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনীব জানান, বানারীপাড়া পৌর শহরের চেয়ারম্যান গলির মেসার্স জাবের প্লাষ্টিক প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কারখানায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের ১২০ বস্তা কাঁচামাল, যার পরিমান তিন হাজার কেজি এবং ৩৮ বস্তা ভর্তি ৬০ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। তাই কারখানা ও তিনটি গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। উদ্ধারকৃত মালামাল পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেয়া হয়েছে।

