কুড়িগ্রামে নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক

0
কুড়িগ্রামে নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, জেলা সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী (পানি উন্নয়ন বোর্ড) রাকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ ও শিক্ষার মান উন্নয়নে পরামর্শমূলক সেবা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here