গাজার পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়া তদারকির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পেসকভ সাংবাদিকদের জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়েছে এবং মস্কো বর্তমানে প্রস্তাবটি খতিয়ে দেখছে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য রাশিয়ার পক্ষ থেকে মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার দীর্ঘ দুই বছরের যুদ্ধের পর অঞ্চলটিকে নিরস্ত্রীকরণ ও পুনর্গঠনের জন্য জাতিসংঘ সমর্থিত একটি মার্কিন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ট্রাম্পের সভাপতিত্বে গঠিত এই শান্তি বোর্ড সেই পরিকল্পনা বাস্তবায়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তবে কেবল রাশিয়া নয় পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে মিনস্কের পক্ষ থেকে জানানো হয়েছে।
বেলারুশ সরকারের দাবি, একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে তাদের সক্ষমতার ওপর আস্থা রেখেই ওয়াশিংটন এই প্রস্তাব দিয়েছে।
আন্তর্জাতিক মহলে এই নতুন বোর্ড নিয়ে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি দেখা দিয়েছে নানা বিতর্ক।আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি ট্রাম্পের এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রস্তাবিত এই বোর্ডের কার্যপরিধি গাজা শান্তি পরিকল্পনার চেয়েও অনেক বেশি বিস্তৃত হতে পারে। তিনি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের একটি অনন্য ম্যান্ডেট রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনের শ্রেষ্ঠত্ব বজায় রাখা সবচেয়ে জরুরি।
সূত্র: সিএনএন

