জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, এই তিন মাসে বাংলাদেশে নীতিমালা লঙ্ঘনের দায়ে মোট ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় টিকটক।
প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে সরানো ভিডিওগুলোর মধ্যে ৯৯.৮ শতাংশ কনটেন্ট তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৭.৩ শতাংশ ভিডিও আপলোডের প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়। ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও মানব মডারেটরের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়।
বিশ্বব্যাপী একই সময়ে টিকটক মোট ২০ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৯৩২টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮১টি ভিডিও শনাক্ত করা হয়েছে উন্নত স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে। তবে যাচাই শেষে ৮৯ লাখ ৫০ হাজার ৭৩৫টি ভিডিও পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বিশ্বজুড়ে ১১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ৩৯৯টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী হিসেবে শনাক্ত আরও ২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৪২টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।
বিশ্বব্যাপী সরানো ভিডিওগুলোর মধ্যে প্রায় ৩০ শতাংশ ছিল সংবেদনশীল বিষয়বস্তুর। এছাড়া ৩২.৯ শতাংশ ভিডিও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এবং ৩৪.৪ শতাংশ ভিডিও এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদিত কনটেন্ট হিসেবে শনাক্ত করে ডিলিট করা হয়েছে।

