অস্ট্রেলিয়ার সিডনিতে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক হাঙ্গরের আক্রমণের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সবশেষ সোমবার সন্ধ্যায় ম্যানলি বিচে এক ব্যক্তি হাঙ্গরের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে ডি হোয়াই বিচে সার্ফিং করার সময় ১১ বছরের এক কিশোরের ওপর হাঙ্গর হামলা চালায়। অল্পের জন্য প্রাণ বাঁচলেও হাঙ্গরের কামড়ে তার সার্ফবোর্ডটি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিল সমুদ্র সৈকতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
সিডনির উত্তাল এই পরিস্থিতির শুরু হয় গত রবিবার বিকেলে ভকলুস এলাকার শার্ক বিচ সংলগ্ন সিডনি হারবারে ১২ বছরের এক কিশোর হাঙ্গরের আক্রমণের শিকার হয়। বন্ধুদের সঙ্গে একটি উঁচু পাথর থেকে সাগরে লাফ দেওয়ার সময় বিশাল এক হাঙ্গর তাকে আক্রমণ করে।
বন্ধুদের সাহসিকতায় তাকে পানি থেকে উদ্ধার করা সম্ভব হলেও তার আঘাত ছিল অত্যন্ত বিভীষিকাময়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা আসার আগেই বন্ধুরা তাকে পাড়ে টেনে তোলায় সে প্রাণে বেঁচে যাওয়ার সুযোগ পেয়েছে।
বর্তমানে সে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন। মেরিন এরিয়া কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির কারণে সাগরের পানি ঘোলাটে হয়ে যাওয়ায় হাঙ্গরগুলো তীরের কাছাকাছি চলে এসেছে। ফলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিডনির উত্তরাঞ্চলীয় সৈকতগুলো বর্তমানে জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।
সূত্র: বিবিসি

