লিগপর্বের শেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা

0
লিগপর্বের শেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা

চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস দুই দলের লিগপর্বের গন্তব্যই এখন চূড়ান্ত। চট্টগ্রাম দল ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে এবং আজকের ম্যাচে খুব বড় ব্যবধানে না হারলে প্রথম কোয়ালিফায়ারের সুযোগও পাকা হয়ে যাবে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে।

আজ লিগপর্বের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হচ্ছে। ম্যাচের টস জিতে চট্টগ্রাম রয়্যালস ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

চট্টগ্রামের একাদশে তিনটি পরিবর্তন দেখা গেছে। আগের ম্যাচে না খেললেও আজ সাদমান ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও তানভীর ইসলাম ফিরেছেন। বাদ পড়েছেন মাহফিজুল ইসলাম, আবু হায়দার রনি ও আরাফাত সানি।

অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের একাদশে দুইটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন আব্দুল্লাহ আল মামুন ও নাসির হোসেন। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জুবাইরউল্লাহ আকবরি ও তোফায়েল আহমেদ।

চট্টগ্রাম রয়্যালসের একাদশ:
মোহাম্মদ নাইম, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ হারিস, সাদমান ইসলাম, হাসান নাওয়াজ, মেহেদী হাসান (অধিনায়ক), আসিফ আলী, আমের জামাল, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

ঢাকা ক্যাপিটালসের একাদশ:
উসমান খান, সাইফ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জুবাইরউল্লাহ আকবরি, শামীম হোসেন পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, তোফায়েল আহমেদ ও মারুফ মৃধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here