বোয়ালমারীতে ১৫ লাখ টাকার নকল শিশুখাদ্য ধ্বংস, জরিমানা

0
বোয়ালমারীতে ১৫ লাখ টাকার নকল শিশুখাদ্য ধ্বংস, জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে প্রায় ১৫ লাখ টাকার নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করায় রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার ছোলনা এলাকায় ‘মেসার্স ভাই ভাই স্টোর’ নামের একটি কারখানা ও চারটি গুদামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালত এসব নকল পণ্য জব্দ ও ধ্বংস করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। আদালত সূত্রে জানা যায়, ছোলনা গ্রামের হাসিবুর বিশ্বাসের দুই ছেলে রুহুল আমিন বিশ্বাস (৪০) ও বাহারুল বিশ্বাস (৩৭) ভাড়া করা একটি বাড়িতে বিএসটিআই অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের শিশুখাদ্য তৈরি করতেন। তারা রাজধানী ঢাকা, সিলেটসহ বিভিন্ন এলাকায় এসব পণ্য সরবরাহ করতেন। সেখানে স্যাকারিন, অতিরিক্ত চিনি ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে জুস, আইসললি, তেঁতুল-জলপাইয়ের চাটনিসহ নকল শিশুখাদ্য উৎপাদন করা হতো।

খবর পেয়ে যৌথ বাহিনী প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে স্টেডিয়াম মাঠসংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে ধ্বংস করে।

সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, ‘শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এসব নকল পণ্য। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানা সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here