ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা মাশায়েখদের সম্মেলন

0
ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা মাশায়েখদের সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা মাশায়েখদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ভূইয়াবাড়ী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ আয়োজন করে সদর উত্তরাঞ্চলের চার ইউনিয়নের উলামাদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল। 

বক্তব্যে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবার ছিল ততবারই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছে। আগামী দিনেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে আলেমদের পরামর্শ নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা পালন করবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা উলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাত ও সঞ্চালনা করেন উপজেলা উলামা দলের সদস্য সচিব মুফতি নুরুল্লাহ মানসুর।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ। 

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা হেফাজত ইসলামের সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দিন, দারমা মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা জালাল উদ্দিন, তেলিনগর মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আমিনুল ইসলাম, জেলা উলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমেদ, সদস্য সচিব মাওলানা ইয়াহহিয়াসহ অন্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here