প্রথম ওভারের পঞ্চম বলে স্যাম কারেনের কাছে পরাস্ত হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন দাস। তার আউটের পর আরেক ওপেনার তামিম ইকবাল বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি।
তিনি তৃতীয় ওভারে ১১ রানে সেই স্যাম কারেনের কাছেই পরাস্ত হন। প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এতে পয়েন্টে সহজ ক্যাচ গেছে জেমস ভিন্সের কাছে।
এর আগে বন্দরনগরী চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা। সোমবার দুপুর ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।