‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রপতি চাইলেই সাধারণ ক্ষমা করতে পারবেন না: স্বাস্থ্য উপদেষ্টা

0
‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রপতি চাইলেই সাধারণ ক্ষমা করতে পারবেন না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে আর কোনো অপরাধী কখনো ক্ষমা পেয়ে মুক্ত হয়ে যাওয়ার সুযোগ পাবে না। রাষ্ট্রপতি চাইলেই আর কাউকে সাধারণ ক্ষমা করতে পারবেন না। যদি না ভুক্তভোগীর পরিবার ক্ষমা করে।

রবিবার রাজশাহী কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে হবে। একটু ধৈর্য নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশের গ্রাম-গঞ্জের সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে হবে। আমাদের প্রায় ১৪ হাজার স্বাস্থ্যকর্মী আছেন, শিক্ষা অফিসাররা আছেন, শিক্ষাকর্মীরা আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, কৃষি কর্মকর্তারা আছেন। সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। 

নূরজাহান বেগম আরও বলেন, ‘আমরা আর কোনো রক্তপাত চাই না। আমরা আর নতুন করে কোনো আন্দোলন করতে চাই না। কোনো মা তার সন্তানকে হারাতে চায় না।’

তিনি বলেন, ‘আমরা চাইবো এই ভোটের সময় সবাই খুশি মনে একেবারে পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে আসবেন এবং ভোটের কাস্টিং অনেক বেশি হবে।’

এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here