‘শুল্ক কারো উপকার করে না’: পেটেরি অর্পো

0
‘শুল্ক কারো উপকার করে না’: পেটেরি অর্পো

আট দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের বিরোধীতা করে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বলেছেন, ‘শুল্ক কারো উপকার করে না’ এবং এটি ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই ক্ষতি করবে।

রবিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ‘ফিনল্যান্ডের দৃষ্টিভঙ্গি হল মিত্রদের মধ্যে যেকোনো প্রশ্ন আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, চাপের মাধ্যমে নয়। তিনি আর্কটিক অঞ্চলের নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। 

পেটেরি অর্পো জোর দিয়ে বলেন, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে আমাদের সকল মিত্রদের সাথে আর্কটিক নিরাপত্তা রক্ষা করতে চাই। এক্ষেত্রে শুল্ক ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই ক্ষতি করবে। তারা কারও উপকার করে না। আমাদের ইউরোপীয় অংশীদার এবং মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে হবে।

গ্রিনল্যান্ড দখলের ঘোষণার বিরোধিতা করায় গতকাল মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ শুল্ক কার্যকর হবে, যা পরে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে এবং কোনো চুক্তি না হওয়া পর্যন্ত শুল্ক প্রযোজ্য থাকবে বলে উল্লেখ করেছেন। শুল্ক আরোপের ঘোষণায় নতুন করে ইউরোপের দেশগুলোতে নতুন অস্থিরতা দেখা দেয়। এ নিয়ে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসছে ইইউ রাষ্ট্রদূতরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here