সূচকের উত্থানে পুঁজিবাজারে ইতিবাচক লেনদেন

0
সূচকের উত্থানে পুঁজিবাজারে ইতিবাচক লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে। এ সময় ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৫ ও ১ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই সময়ের মধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪০টির শেয়ারদর বেড়েছে, ৩৬টির কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো— লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এসিআই, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স, রহিমা ফুড, এপেক্স ও আলহাজ্ব টেক্সটাইল।

এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৯ পয়েন্ট এবং ১০টা ২০ মিনিটে মোট ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮৪ পয়েন্টে পৌঁছে যায়। এরপর সূচকের গতি আরও ঊর্ধ্বমুখী হয়।

অপরদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৩৭ পয়েন্টে অবস্থান করে। এ সময় সিএসইতে লেনদেন হয়েছে ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫টির দর বেড়েছে, ৫টির কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here