মাদারীপুরের ডাসারের বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন।
রবিবার তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরে সম্প্রতি সংঘর্ষে আহত হন আব্বাস চৌধুরী। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছিল।
এ ঘটনায় খাতিয়াল গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো মুহূর্তে দুই পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।
তবে পুলিশ ও প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

