অ্যাভাটারের চতুর্থ পর্বে থাকছেন মিশেল ইয়ো

0
অ্যাভাটারের চতুর্থ পর্বে থাকছেন মিশেল ইয়ো

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জেমস ফ্রান্সিস ক্যামেরনের সময়টা বেশ ভালো যাচ্ছে। সম্প্রীতি মুুক্তি পাওয়া তার নতুন ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ রেকর্ড ব্যবসা করেছে। 

দর্শকদের ব্যাপক আগ্রহের মুখে সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োকে দেখা যাবে। সম্প্রতি তাইওয়ানের সংবাদমাধ্যম টিভিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেমস ক্যামেরন বলেন, আমরা অ্যাভাটার ৪ বানাতে পারি, তাহলে মিশেল অবশ্যই সেই সিনেমায় মিশেল ইয়ো থাকবেন।  তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন, অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তৃতীয় পর্বের সাফল্যের ওপর।

জেমস ক্যামেরন আরও বলেন, ‘এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রি একটু চাপের মধ্যে আছে। অ্যাভাটার ৩ বানাতে প্রচুর খরচ হয়েছে। আমাদের তাই বক্স অফিসে বেশ ভালো ফল করতে হবে, তাহলেই পরের পর্বগুলো তৈরি করা সম্ভব।’

অ্যাভাটারের গল্প শেষ হওয়ার কথা মোট পাঁচটি কিস্তিতে। এরই মধ্যে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটি বিলিয়ন ডলার আয়ের মাইলফলক পেরোতে পেরেছে। তবে গত ১৯ ডিসেম্বর অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তির আগে এবং কয়েক দিন পর পর্যন্তও শঙ্কা ছিল, এটি আদৌ বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না। দ্বিধায় ছিলেন জেমস ক্যামেরন নিজেও; যে কারণে পরের দুটি পর্বের নির্মাণ নিয়ে বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ পেয়েছে তাঁর বক্তব্যে।

তবে সেই আশঙ্কা কিছুটা হলেও দূরে হতে চলেছে। কারণ, এরই মধ্যে অ্যাভাটার ৩ বিশ্বজুড়ে প্রায় দেড় বিলিয়ন ডলার ব্যবসা করেছে। এই সাফল্য অব্যাহত থাকলে অ্যাভাটারের পরের পর্ব তৈরি হতে আর কোনো বাধা থাকবে না।

সব ঠিকঠাক থাকলে অ্যাভাটার ৪-এ মিশেল ইয়োকে দেখা যাবে পাকটুয়েলাট নামের এক চরিত্রে। যেটি নাভি জাতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে হাজির হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here