মুন্সীগঞ্জে সাবেক ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে প্রায় ৮০ জন সাবেক খেলোয়াড় অংশ নেন।
শনিবার সকাল ৯টা থেকে মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলা শুরু হয়। অংশগ্রহণকারী খেলোয়াড়রা চারটি দলে ভাগ হয়ে দিনব্যাপী প্রীতি ম্যাচে মেতে ওঠেন। এতে লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ক্লাবের সভাপতি নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে ৫০ বছরের ঊর্ধ্ব বয়সীদের নিয়মিত ব্যায়াম, হাঁটাচলা ও খেলাধুলার মাধ্যমে সক্রিয় থাকা অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, ক্লাবের সহ-সভাপতি মোখলেছুর রহমান খোকন, এনামুল হক ও মো. তপন। এছাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, কোষাধ্যক্ষ মো. আল ইমরান পলাশসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ আয়োজনকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর পুরোনো সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পেরে আনন্দ প্রকাশ করেন সাবেক খেলোয়াড়রা।

