যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে মার্কিন এয়ারলাইনগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ওই অঞ্চলে সম্ভাব্য সামরিক তৎপরতা এবং জিপিএস সিগন্যালে বিঘ্ন ঘটার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া এই নোটিশটি আগামী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এই সতর্কবার্তার আওতায় মেক্সিকো ও মধ্য আমেরিকার দেশগুলো ছাড়াও ইকুয়েডর, কলম্বিয়া এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশসীমা অন্তর্ভুক্ত রয়েছে।
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনা পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
ট্রাম্প প্রশাসন দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। কলম্বিয়াসহ পার্শ্ববর্তী দেশগুলোতেও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। এমনকি মেক্সিকোর ড্রাগ কার্টেলগুলো দমনে সরাসরি হামলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই বিমান চলাচলের ক্ষেত্রে এই বিশেষ নির্দেশনা আসলো।
এদিকে মেক্সিকো সরকার এই সতর্কবার্তাকে কেবল একটি আগাম সতর্কতা হিসেবে দেখছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনা শুধু মার্কিন বিমান সংস্থাগুলোর জন্য প্রযোজ্য এবং এতে মেক্সিকোর নিজস্ব এয়ারলাইন বা আকাশসীমায় চলাচলে কোনো প্রভাব পড়বে না।
তবে গত মাসেই ভেনেজুয়েলার কাছে একটি যাত্রীবাহী জেটব্লু বিমানের সাথে মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাঙ্কার বিমানের সংঘর্ষের উপক্রম হয়েছিল, যা আকাশপথে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। এফএএ-র প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন।
সূত্র: রয়টার্স

