ব্যস্ততার এই জীবনে নিজের যত্ন নেওয়ার সময় পায় না অনেকেই। আবার পার্লার বা দামি স্কিনকেয়ার প্রোডাক্টের পেছনে সময় ও টাকা খরচ করা অনেকের পক্ষেই কঠিন। অথচ ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই সহজে ত্বকের যত্ন নেওয়া সম্ভব। নিয়মিত ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক থাকে উজ্জ্বল, সতেজ ও মসৃণ। চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে বিভিন্ন ঘরোয়া ফেসপ্যাকের কার্যকারিতা-
মধু ও লেবুর ফেসপ্যাক
এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক পরিষ্কার করে ও দাগ হালকা করতে সাহায্য করে।
বেসন ও হলুদের ফেসপ্যাক
দুই চা চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ ও প্রয়োজনমতো দুধ বা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ব্রণ কমে।
শসা ও অ্যালোভেরা ফেসপ্যাক
শসার রস ও অ্যালোভেরা জেল সমপরিমাণে মিশিয়ে মুখে লাগান। এটি ত্বক ঠান্ডা রাখে এবং শুষ্কতা দূর করে। শসা ও অ্যালোভেরার ফেসপ্যাক ত্বকের পোড়া দাগ কমিয়ে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে।
কলা ও দইয়ের ফেসপ্যাক
পাকা কলা চটকে এক চা চামচ দই মিশিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক হয় নরম ও মসৃণ। ত্বক উজ্জ্বলতা বাড়াতে কলা ও দইয়ের ফেসপ্যাক কার্যকর ভূমিকা রাখে।
চালের গুঁড়া ও গোলাপজল
চালের গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে হালকা স্ক্রাবের মতো ব্যবহার করুন। এতে মৃত কোষ দূর হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়।

