মুন্সীগঞ্জে এক কেজি গাঁজাসহ মো: সবুজ মোল্লা (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার রামেরগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামেরগাঁও গ্রামের মৃত আলী মোলার ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, ডিবির এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ সদর থানার রামেরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় রামেরগাঁও গ্রামের সবুজ মোল্লার বাড়ির পূর্ব পাশের সড়ক থেকে মো. সবুজ মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা জরুরি। যে কোনো অপরাধ সংক্রান্ত তথ্য দিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

