২২ রানে ৭ উইকেট খুইয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

0
২২ রানে ৭ উইকেট খুইয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের দোরগোড়ায় গিয়েও ভয়াবহ ধসের কারণে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে বাংলাদেশ হেরেছে ১৮ রানে।

বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪৯ ওভারে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন আল ফাহাদ, তিনি একাই শিকার করেন ৫ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুই করেছিল বাংলাদেশ। ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৮৮ রান। এরপরই নামে বৃষ্টি। খেলা পুনরায় শুরু হলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ হাতে ছিল ৭২ বল ও ৮ উইকেট, প্রয়োজন ৭৭ রান। ম্যাচ তখনও বাংলাদেশের নাগালের মধ্যেই ছিল।

কিন্তু সেখান থেকেই শুরু হয় অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫৮ রানের মধ্যে বাকি ৮ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় যুবা টাইগাররা। বিশেষ করে শেষ ২২ রান তুলতেই হারায় ৭ উইকেট। ২৮.৩ ওভারে ১৪৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

অধিনায়ক আজিজুল হাকিম তামিম সর্বোচ্চ ৭২ বলে ৫১ রান করেন। রিফাত বেগের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৭ রান। কালাম সিদ্দিকী করেন ২৩ বলে ১৫ এবং রিজান হোসেন ৯ বলে ১৫ রান। তবে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ভারতের হয়ে বিহান মালহোত্রা নেন ৪ উইকেট।

এর আগে ভারতের ইনিংসে শুরুতেই ধাক্কা খায় তারা। মাত্র ১২ রানে দুই ওপেনারকে হারায় দলটি। এরপর বৈভব সূর্যবংশী ও অবিজ্ঞান কুন্দু ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন। বৈভব ৬৭ বলে ৭২ রান করে আউট হন। একপ্রান্ত আগলে রেখে অবিজ্ঞান কুন্দু করেন ১১২ বলে ৮০ রান। শেষদিকে আল ফাহাদের বলে কুন্দু আউট হলে ভারতের ইনিংসের ইতি ঘটে।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ ছাড়াও ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট নেন, আর জীবন পান একটি উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here