শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার

0
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে আহ্বায়ক বা অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে বর্তমান কমিটিগুলো আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

সাধারণত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের বিধান রয়েছে। তবে বর্তমানে জাতীয় নির্বাচন এবং প্রশাসনিক ব্যাপক ব্যস্ততার কারণে অনেক প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন বা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানগুলোতে যাতে কোনো ধরনের প্রশাসনিক শূন্যতা বা অচলাবস্থা তৈরি না হয়, সেই লক্ষ্যেই সরকার বিদ্যমান কমিটির মেয়াদ বৃদ্ধির এই সময়োপযোগী পদক্ষেপ নিল।

মন্ত্রণালয়ের আদেশে স্পষ্ট করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বিশেষ পরিস্থিতির কারণে যারা বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের প্রত্যেকের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ধিত এই মেয়াদের মধ্যেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিয়মিত প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেয়া হতে পারে। শিক্ষা বোর্ডগুলোকে এই আদেশ অবিলম্বে কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here