কুষ্টিয়ার কুমারখালীতে কলা বোঝাই পিকআপের সঙ্গে স্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন কুষ্টিয়া সদর উপজেলার লাহিনীপাড়া এলাকার মিলন হোসেন (৫০)। তিনি আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলা বোঝাই পিকআপ গাড়িটি রাজবাড়ীর দিকে যাচ্ছিল এবং নছিমন গাড়িটি কুষ্টিয়ার দিকে। জিলাপীতলা এলাকায় পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন গাড়িটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মিলন হোসেন গুরুতর আহত হন। তার বাম পায়ের প্রায় ৯৮ ভাগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
প্রাথমিকভাবে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় পিকআপ ও নছিমন গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ গাড়ি দুটিকে জব্দ করেছে এবং আইনী কার্যক্রম চলছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবু ওয়াহেদ জানিয়েছেন, পিকআপ ও সেলোইঞ্জিন চালিত নছিমন গাড়ির সংঘর্ষে আহত ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনাজনিত গাড়ি দুটো জব্দ করা হয়েছে এবং এ সংক্রান্ত আইনী ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে।

