টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি

0
টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি

বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে টসের সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে টসের সময় হাত না মেলানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়, সে বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।

জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে শনিবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টামিম টসে উপস্থিত থাকতে না পারায় দলের প্রতিনিধিত্ব করেন জাওয়াদ। তবে টসের সময় ভারতের অধিনায়কের সঙ্গে তার হাত না মেলানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

এ বিষয়ে বিসিবি জানায়, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না। মুহূর্তের জন্য মনোযোগ বিচ্যুত হওয়ার কারণেই এমনটি ঘটে এবং এর পেছনে ভারতের প্রতি কোনো অসম্মান বা অবহেলার উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট করে বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেটের চেতনা রক্ষা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন বাংলাদেশের জন্য সব সময়ই মৌলিক একটি বিষয়। এই ঘটনার পরপরই টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here