পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

0
পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। যে কারণে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল তৃঞ্চা-সাবিনারা। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল চরম নাটকীয়তায় পরিপূর্ণ।

একপর্যায়ে তো হারের শঙ্কায়ও দাঁড়িয়েছিল বাংলার মেয়েরা। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ। ফলে পিছিয়ে পড়েও ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।

অথচ, থাইল্যান্ডের ননথাবুরি হলে ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই গোল হজম করে বসে বাংলাদেশ। জামিয়াং চোডেনের গোলে এগিয়ে যায় ভুটান। তবে হাল ছাড়েনি বাংলার মেয়েরা। মাত্র দুই মিনিট পরই দূরপাল্লার এক দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান মাতসুশিমা সুমাইয়া। ফলে ১-১ গোলের ড্রয়ে বিরতিতে যায় দুই দল।

কিন্তু বিরতির পরই জ্বলে ওঠে ভুটান। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সোনম লাহমের গোলে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর কিছুক্ষণ পর গোলরক্ষকের ভুল পজিশনের সুযোগ নিয়ে সোনম নিজের দ্বিতীয় গোলটি করলে ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে সাঈদ খোদারাহমির দল।

ম্যাচ যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখনই ত্রাতা হয়ে আসেন দলপতি সাবিনা খাতুন। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে চমকপ্রদ এক ড্রিবলিংয়ের সৌজন্যে প্রতিপক্ষকে পরাস্ত করে ব্যবধান কমান তিনি। তাতেই ম্যাচে ফেরার রশদ পায় বাংলাদেশ।

সেই সুযোগে তার কিছুক্ষণ পরই মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় সমতাসূচক গোলটি করেন মাসুরা পারভীন। হারতে যাওয়া ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সাফ নারী ও পুরুষ ফুটসাল প্রতিযোগিতায় মোট ছয় দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে পাঁচ ম্যাচ করে খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে। রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here