শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল রাজশাহী ওয়ারিয়র্স

0
শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল রাজশাহী ওয়ারিয়র্স

প্লে-অফ ও সেরা দুইয়ে জায়গা আগেই নিশ্চিত ছিল। শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল রাজশাহী ওয়ারিয়র্স। ১০ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে দলটি।

মিরপুরে শনিবার চট্টগ্রামকে ১৯.৫ ওভারে মাত্র ১২৫ রানে গুটিয়ে দেয় রাজশাহী। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। ছোট লক্ষ্য হলেও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে রাজশাহীর টপঅর্ডার কিছুটা চাপে পড়ে। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আকবর আলী ও মুশফিকুর রহিম।

আকবর ৪০ বলে ৪৮ রান করে আউট হন, যখন রাজশাহীর জয়ের জন্য দরকার ছিল মাত্র ১১ রান। তার বিদায়ের পরপরই রায়ান বার্ল ও তানজিম সাকিব ফিরলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে অপর প্রান্তে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম পরিস্থিতি শান্ত রাখেন। শেষ পর্যন্ত চার মেরে ও এক রান নিয়ে জয় নিশ্চিত করেন জাহানদাদ খান। মুশফিক ৪২ বলে অপরাজিত ৪৬ রান করেন।

এর আগে বল হাতে রাজশাহীর হয়ে দারুণ পারফরম্যান্স করেন শরিফুল ইসলাম। মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। মেহেদী হাসান শিকার করেন ২ উইকেট। চট্টগ্রামকে অল্প রানে আটকে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তানজিম সাকিব। ডানহাতি এই পেসার ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here