নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য পাহাড়ের মানুষকেও গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শনিবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণভোট নিয়ে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পাহাড়ের ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তায় নিরাপত্তা জোরদার করা হবে। মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করতে পারে প্রশাসনের পক্ষ থেকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত সম্মতি জ্ঞাপন করতে হলে পাহাড়ের নাগরিকদের অবশ্যই গণভোটে অংশগ্রহণ করতে হবে।
সুপ্রদীপ চাকমা আরও বলেন, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলের ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হবে। আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো এসব বিষয় বাস্তবায়নে বাধ্য থাকবে।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৌফিক ইমাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

