প্রথম শ্রেণির ক্রিকেটে অবিশ্বাস্য এক ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে ৩৭ রানে অলআউট করে তারা জয় পেয়েছে। যা প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়।
করাচিতে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্স ট্রফিতে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের (এসএনজিপিএল) বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তি গড়ে পিটিভি। লক্ষ্য তাড়া করতে নেমে এসএনজিপিএল ৩৭ রানেই গুটিয়ে গেলে মাত্র ২ রানের জয় নিশ্চিত হয় পিটিভির।
এই ঐতিহাসিক জয়ের নায়ক বাঁহাতি স্পিনার আলী উসমান। এবারের কায়েদ-ই-আজম ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারি উসমান মাত্র ৯ রান খরচায় ৬টি উইকেট নেন। বাকি চারটি উইকেট তুলে নেন পেসার আমাদ বাট।
ম্যাচের প্রথম দুই ইনিংস ছিল তুলনামূলক স্বাভাবিক। প্রথম ইনিংসে পিটিভি ১৬৬ রানে অলআউট হলে এসএনজিপিএল ২৩৮ রান করে ৭২ রানের লিড নেয়। তবে দ্রুত বদলে যাওয়া করাচির পিচে দ্বিতীয় ইনিংসে পিটিভি মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। সহজ জয়ের পথে থাকা এসএনজিপিএল এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে।
এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এত কম রানের লক্ষ্য দিয়েও জয়ের নজির ছিল না। পুরোনো রেকর্ডটি গড়া হয়েছিল ১৭৯৪ সালে, যখন লর্ডসের ওল্ড গ্রাউন্ডে এমসিসিকে ৪১ রানের লক্ষ্য দিয়ে ৬ রানের জয় পেয়েছিল ওল্ডফিল্ড।
এই ম্যাচের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য ও ঐতিহাসিক অধ্যায় যোগ করল পিটিভি।

