বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল

0
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিয়া মঞ্চ দিনাজপুর জেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে সাতটায় দিনাজপুর পৌর শহরের বালুবাড়ি বিশ্বরোড মির্জা মার্কেট চত্বরে মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. নওশাদ আলম পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৩ সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, কৃষকদল জেলা শাখার সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. রফিকুল ইসলাম পাভেল, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বাদল দেওয়ান, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মতিবুর রহমান বিপ্লব, জিয়া মঞ্চ জেলা শাখার সদস্য সচিব মো. শাহরিয়ার জামান শাহ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোখলেছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হক, জিয়া মঞ্চ জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, জিয়া মঞ্চের নেতা রবি চৌধুরী, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা সুইট প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here