মুন্সীগঞ্জে মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সম্মাননা প্রদান

0
মুন্সীগঞ্জে মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সম্মাননা প্রদান

মুন্সীগঞ্জে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পঞ্চসার আইডিয়াল একাডেমির হল রুমে সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের শিক্ষার্থীদের কোরআন, হাদিস, ক্রেস্ট সহ নগদ ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার অর্থ প্রদান করা হয়েছে। এ ছাড়াও চতুর্থ থেকে ২০তম শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মো. নজরুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাহিলা আক্তার। এ ছাড়াও মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী সব শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর মেধা যাচাই পরীক্ষায় মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ি ও সিরাজদিখান উপজেলা থেকে আগত পঞ্চম শ্রেণীর প্রায় ২৬৬ জন শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here