‘লারা ক্রফট’ লুকে চমক দিলেন সোফি টার্নার

0
‘লারা ক্রফট’ লুকে চমক দিলেন সোফি টার্নার

অবশেষে প্রকাশ্যে এসেছে আমাজন প্রাইম ভিডিওর বহুল আলোচিত ‘টম্ব রেইডার’ সিরিজের নাম ভূমিকায় সোফি টার্নারের প্রথম লুক। গত সেপ্টেম্বরে সোফিকে এই চরিত্রে কাস্টিং করার ঘোষণা দেওয়া হলেও, সম্প্রতি সিরিজের শুটিং শুরু হওয়ার খবর প্রকাশিত হয়। পাশাপাশি তার এই বিশেষ ছবিটি প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্টটি।

প্রকাশিত ছবিতে সোফি টার্নারকে দেখা গেছে লারা ক্রফটের সেই চিরচেনা আইকনিক পোশাকে। নব্বইয়ের দশকের মূল প্লে-স্টেশন গেমের অনুপ্রেরণায় তাকে পরানো হয়েছে সবুজ ট্যাঙ্ক টপ এবং বাদামি রঙের শর্টস। মূলত গেমটির ক্ল্যাসিক ভার্সনের ভক্তদের নস্টালজিয়া উসকে দিতেই নির্মাতারা এই লুকটি বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অ্যাঞ্জেলিনা জোলি এবং অস্কারজয়ী অ্যালিসিয়া ভিকান্দারের পর তৃতীয় অভিনেত্রী হিসেবে এই কিংবদন্তি চরিত্রে অভিনয় করছেন সোফি। 

‘গেম অব থ্রোনস’ খ্যাত এই ব্রিটিশ তারকা এক সাক্ষাৎকারে জানান, লারা ক্রফটের মতো চরিত্রে অভিনয় করা তার জন্য বড় একটি চ্যালেঞ্জ। তিনি বলেন, পূর্বসূরিদের অসামান্য অভিনয়ের পর এই চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া মানে হলো অনেক বড় জুতোয় পা গলানো।

নতুন এই সিরিজের চিত্রনাট্য লিখছেন ‘ফ্লিব্যাগ’ খ্যাত তারকা ফিবি ওয়ালার-ব্রিজ। অভিনয়েও থাকছে বড় চমক। সোফি টার্নার ছাড়াও এতে দেখা যাবে সিগর্নি উইভার, জেসন আইজ্যাকস ও সেলিয়া ইমরিকে। 

১৯৯৬ সালে ব্রিটিশ কোম্পানি ‘কোর ডিজাইন’ প্রথম টম্ব রেইডার গেমটি বাজারে আনে। এমন একসময়ে লারা ক্রফটের আবির্ভাব ঘটেছিল যখন ভিডিও গেমে নারী চরিত্র ছিল বিরল। খুব দ্রুতই লারা বিশ্বজুড়ে গেমিং আইকন এবং পপ কালচারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ২০১৩ সালে গেমটিকে রিবুট করা হলে সেখানে লারাকে আরও বাস্তবসম্মত ও মানবিক রূপ দেওয়া হয়।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here