ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সিআইএ পরিচালকের বৈঠক

0
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সিআইএ পরিচালকের বৈঠক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিআইএ পরিচালক জন ্যাটক্লিফ কারাকাসে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারিএকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদেনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার প্রায় দুই সপ্তাহ পর দেশটির সঙ্গে পারস্পরিক আস্থা যোগাযোগ গড়ে তোলার জন্য প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ্যাটক্লিফ রদ্রিগেজ সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং বলেন, ‘ভেনেজুয়েলা আর যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের জন্য নিরাপদ আশ্রয় হতে পারে না।এই বৈঠকটি এমন এক দিনেই অনুষ্ঠিত হয়, যেদিন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রদ্রিগেজ তার প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন।

ভাষণে রদ্রিগেজ বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রাজনৈতিক সংলাপের মাধ্যমে কূটনৈতিকভাবে’ মোকাবিলা করতে ভয় পান না। তিনি যোগ করেন, ভেনেজুয়েলাকে তার ‘মর্যাদা ও সম্মান’ রক্ষা করতে হবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের তেল কম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করবে এবং সেখান থেকে অর্জিত অর্থ ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্র—উভয়ের কাছেই যাবে।

সাবেক ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ ৫ জানুয়ারি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এদিকে বৈঠকের দিনেই ওয়াশিংটনে ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করেন। মাচাদো ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে তার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত পদক উপহার দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here