হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

0
হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

শুক্রবার রাতে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব। 

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে নেওয়া হয়।

আ. রাজ্জাক তালুকদার সজীব বলেন, চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ইসিজি রিপোর্ট ভালো এসেছে, কিন্তু ট্রপোনিন (রক্তে ট্রপোনিন প্রোটিনের মাত্রা) খারাপ এসেছে। এটাকে সেমি হার্ট অ্যাটাক বলতে পারেন। তবে উনি এখন আশঙ্কামুক্ত। উনাকে অন্তত দুইদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

বিএনপি জোটের দীর্ঘদিনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মান্না ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-২ এবং ঢাকা-১৮ আসনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে জোটের আসন সমঝোতায় বগুড়ার আসনটি বিএনপি তাকে ছেড়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here