বরিশালে নিষিদ্ধঘোষিত উপায়ে মাছ শিকার বন্ধে বিশেষ অভিযানে বিপুল কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আটক এক জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বরিশালের হিজলা উপজেলার মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার অভ্র জ্যোতি বড়াল।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীর তীরবর্তী প্রেম বাজার, পুরান হিজলা, চর দূর্গাপুর, চর মেমানিয়াসহ চারটি চরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০টি মাছ ধরা ট্রলার থেকে জাটকা শিকারের ১৭ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযানে জেলে ইব্রাহিম পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
তিনি আরও জানান, উদ্ধার করা জাল আদালতের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়েছে।

