আইসিসির ভুলেই শুরু বিতর্ক, শেষে ঠিক হলো কোহলির রেকর্ড

0
আইসিসির ভুলেই শুরু বিতর্ক, শেষে ঠিক হলো কোহলির রেকর্ড

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের চূড়ায় উঠেছেন বিরাট কোহলি। তবে এই অর্জন উদযাপনের গ্রাফিক প্রকাশ করতে গিয়ে বড় ধরনের ভুল করে বসে আইসিসি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই গ্রাফিকে কোহলিকে নিয়ে দেওয়া ভুল তথ্য ঘিরে শুরু হয় বিতর্ক।

বারোদারায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের সুবাদে প্রায় পাঁচ বছর পর আবারও ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠে আসেন তিনি। ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবার শীর্ষে ওঠা এই ব্যাটারকে নিয়ে আইসিসির প্রকাশিত গ্রাফিকে বলা হয়, কোহলি বিশ্বের শীর্ষ র‌্যাংকিংধারী ওয়ানডে ব্যাটার হিসেবে ৮৩৫ দিন কাটিয়েছেন, যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে সর্বকালের তালিকায় তাকে দেখানো হয় দশম স্থানে।

এই তথ্য প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ভক্ত, বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের মধ্যে প্রশ্ন ওঠে। আইসিসির আগের সংরক্ষিত পরিসংখ্যানের সঙ্গে এই সংখ্যার মিল না থাকায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই দাবি করেন, বিভিন্ন দফা মিলিয়ে কোহলি মোট ১৫৪৭ দিন ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন। আইসিসির আগের তথ্যেও সেটাই উল্লেখ ছিল। তাহলে হঠাৎ করে সেই সংখ্যা এত কমে গেল কীভাবে—এই প্রশ্নে উত্তাল হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব।

সমালোচনার মুখে পড়ে আইসিসি দ্রুত আগের পোস্ট মুছে ফেলে। পরে সংশোধিত তথ্যসহ নতুন গ্রাফিক প্রকাশ করা হয়। সংশোধিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশিদিন ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের এক নম্বরে থাকার তালিকায় দশম স্থান থেকে এক লাফে তিন নম্বরে উঠে আসেন কোহলি।

সংশোধিত তালিকায় কোহলির ওপরে আছেন কেবল দুইজন কিংবদন্তি ব্যাটার—স্যার ভিভিয়ান রিচার্ডস, ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের এই দুই তারকার পরই জায়গা করে নেন ভারতীয় ব্যাটিং মহাতারকা।

আইসিসির সংশোধিত বিবৃতিতে আরও জানানো হয়, এটি কোহলির ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে ১১তমবার শীর্ষে ওঠা। তার এই যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালের অক্টোবর মাসে। ভুল তথ্যের জন্য কোনো ব্যাখ্যা না দিলেও দ্রুত সংশোধনের মাধ্যমে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করে বিশ্ব ক্রিকেট সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here