নানা নাটকীয়তা ও বয়কট-সংকট কাটিয়ে অবশেষে মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। টস জিতে চট্টগ্রাম নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
ক্রিকেটারদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার নির্ধারিত দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে খেলোয়াড়দের বয়কটের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত বিসিবির সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব শর্তসাপেক্ষে খেলায় ফেরার ঘোষণা দেয়।
মাঠের খেলায় চট্টগ্রাম রয়্যালস ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। লিগপর্বে এখনও তিন ম্যাচ হাতে থাকায় শীর্ষ দুইয়ে থাকার সমীকরণও তাদের পক্ষে। অন্যদিকে, নোয়াখালী এক্সপ্রেস রয়েছে কঠিন সমীকরণে। ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পাওয়া দলটির সামনে টিকে থাকার একমাত্র পথ। শেষ দুই ম্যাচে জয়, পাশাপাশি রংপুরের হার কামনা।
ইতোমধ্যে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স প্লে-অফ নিশ্চিত করেছে। ফলে প্রতিটি বলেই বাড়ছে উত্তেজনা, বিশেষ করে নোয়াখালীর জন্য এই ম্যাচটি সত্যিকারের ‘করো বা মরো’ লড়াই।
চট্টগ্রাম রয়্যালস একাদশ : নাঈম শেখ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, হাসান নেওয়াজ, শেখ মাহেদী হাসান (অধিনায়ক), আসিফ আলি, আমির জামাল, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মুকিদুল ইসলাম।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ : হাসান ইসাখিল, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, ইহসানউল্লাহ ও জহির খান।

