যৌথ বাহিনীর অভিযানে দেড় কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৩

0
যৌথ বাহিনীর অভিযানে দেড় কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় ফেনসিডিল, ফেনসিডিলের বিকল্প মাদক ইস্কাবসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—লাভলাপাড়া এলাকার মো. তানজিদ (২৮), তার বাবা মো. আমানউল্লাহ; মো. রিফাত (১৮), তার বাবা আলাউদ্দিন এবং রিদুল (২৩), তার বাবা মো. রোকন উদ্দিন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

যৌথ বাহিনী জানায়, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ২৯০ বোতল ফেনসিডিল, ফেনসিডিলের বিকল্প মাদক ইস্কাব ১ হাজার ৩৩১ বোতল, ১৩৫ কেজি গাঁজা এবং ৯ হাজার ৫০০ পিস ইয়াবা।

পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ভুলতা এলাকার লাভলাপাড়ায় ইলিয়াছের মালিকানাধীন একটি পতিত জঙ্গল ও পুকুরপাড়সংলগ্ন কয়েকটি তালাবদ্ধ বাড়িতে এসব মাদক মজুত করা হয়েছিল। নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালা ভেঙে এসব মাদক উদ্ধার করে।

শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফ বলেন, গত দেড় বছর ধরে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক ও অস্ত্রসহ যেকোনো অবৈধ কার্যক্রমের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here