যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলের অঙ্গরাজ্য মিনেসোটায় বিক্ষোভ নিয়ন্ত্রণে সামরিক বাহিনী মোতায়েনের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প বলেন, রাজ্যের আইন লঙ্ঘন হলে বা স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে তিনি ‘ইনসারেকশন অ্যাক্ট’ ব্যবহার করবেন।
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘যদি মিনেসোটার দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা আইন মানে না এবং ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বা অভিবাসন ও কাস্টমস আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের ওপর আক্রমণ থামাতে না পারে, তাহলে আমি ‘ইনসারেকশন অ্যাক্ট’ কার্যকর করব।’
রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে মিনেসোটার ডেমোক্র্যাটিক নেতৃত্বকে প্রকাশ্যে কটাক্ষ করে আসছেন। একই সঙ্গে তিনি রাজ্যটির সোমালি বংশোদ্ভূত বাসিন্দাদের নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করেছেন। ট্রাম্প তাদের ‘আবর্জনা’ বলে আখ্যা দিয়ে দেশ থেকে ‘বহিষ্কার’ করা উচিত বলে মন্তব্য করেন।
বিক্ষোভের সূত্রপাত ঘটে আট দিন আগে। ওই দিন মিনেসোটার প্রধান শহর মিনিয়াপলিসে এক আইসিই কর্মকর্তা মার্কিন নাগরিক রেনি গুডকে গুলি করে হত্যা করে। পরে এক ভেনেজুয়েলার নাগরিককেও গুলি করে আহত করা হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ফেডারেল কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ ক্রমশ তীব্র হয়ে ওঠে। রাজনৈতিক নেতাদের মন্তব্যের প্রভাবে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য শহরেও। স্থানীয়রা আইসিই‑এর কর্মকাণ্ডকে অবৈধ, অতর্কিত ও হিংসাত্মক হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ‘ইনসারেকশন অ্যাক্ট’ আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশের ভেতরে বিদ্রোহ বা বড় ধরনের অশান্তি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করার ক্ষমতা পান।

