দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে বিদায় অনুষ্ঠানে এলাকাবাসী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সবুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ আলম মোল্লা।
শুক্রবার বিকেলে সবুজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এলাকাবাসী, শিক্ষার্থী ও স্কুলের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় সম্মাননা ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার তুলে দেওয়া হয়।
দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে জীবনে উচ্চশিক্ষার পথে পরিচালিত করেছেন। তার শিক্ষার্থীদের মধ্যে অনেকে বর্তমানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত। বিদায়ের দিনে সেই শিক্ষার্থীরা উপস্থিত হলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেককেই কাঁদতে দেখা যায়।
জানা গেছে, ১৯৯০ সালে সোনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন মাসুদ আলম মোল্লা। ২০১৮ সালে সবুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে পরবর্তী সময়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দৌলত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন গৌরীপুর ফজলুর রহমান সরকারি কলেজের প্রভাষক মো. ইউনুস মিয়া, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস, সমাজসেবক হারুন অর রশিদ, হাজী আবদুল হাকিম, পুলিশ সদস্য মোশারফ হোসেন।
এছাড়া নজরুল ইসলাম, মো. হাসানুল বান্না, সাবেক সহকারী শিক্ষক আবদুর রহমান, সহকারী শিক্ষক মোসা. জোৎস্না আক্তার, সহকারী শিক্ষক মাজেদা বেগম, সহকারী শিক্ষক তাহমিনা আক্তার, ব্যাংকার মো. সাইফুল ইসলাম, লন্ডন প্রবাসী আল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

