চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, গত ৩ জানুয়ারি গভীর রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের নাড়–খাকি এলাকায় পদ্মা নদীতে (ভারতীয় অংশে) একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন মেম্বারের ছেলে গোলকাজুল ওরফে কাজল (৩৫) নদীতে তলিয়ে নিখোঁজ হন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছেন, ঘটনার সময় গোলকাজুলের সঙ্গে তার সহযোগী কামরুজ্জামান ওরফে বাচ্চু ছিলেন। তারা নৌকায় করে গরু আনতে ভারতে গিয়ে ফেরার পথে নৌকাটি উলটে যায়। তবে বাচ্চু সাঁতরে তীরে উঠলেও গোলকাজুল তারপর থেকেই নিখোঁজ রয়েছেন। এ ঘটনাকে একটি ‘প্রভাবশালী চক্র’ ভিন্নখাতে প্রবাহিত করতে মামলা করেছে।
চরবাগডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত ছাড়াই মামলা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। মামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম বলেন, বাদী আবেদন করায় মামলা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক বা অধিকতর তদন্ত ছাড়াই মামলাটি নেওয়া হয়েছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তদন্ত ছাড়াই এ মামলা গ্রহণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ওসিকে শোকজ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, মামলার সন্দেহভাজন হিসেবে কামরুজ্জামান বাচ্চুকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তরা তদন্তে নির্দোষ প্রমাণিত হলে অব্যাহতি দিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

