সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নোয়াখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কার্যালয়ে এ আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ২০ নম্বর আন্ডারচর ইউনিয়ন।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহি পলাশ।
এছাড়া সাধারণ সম্পাদক (সদস্য সচিব) সাবেক ছাত্রনেতা জি এস আব্দুজ্জাহের হারুনসহ অন্যরা বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে কৃষক দলের নেতাকর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন ।

