রবীন্দ্র সদনে শিল্পী সম্মাননায় ভূষিত শিল্পী তীর্থ সাহা

0
রবীন্দ্র সদনে শিল্পী সম্মাননায় ভূষিত শিল্পী তীর্থ সাহা

বাংলাদেশি-কানাডিয়ান প্রবাসী শিল্পী তীর্থ সাহাকে কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে শিল্পী সম্মাননায় ভূষিত করা হয়েছে। ‘রবি ছন্দম’-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলকাতার প্রখ্যাত শিল্পী শ্রী অলক রায় চৌধুরী। তার হাত থেকেই শিল্পী তীর্থ সাহা গ্রহণ করেন শিল্পী সম্মাননা স্মারক। এসময় দেশ-বিদেশের বিপুলসংখ্যক শিল্পী, কলাকুশলী ও দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তীর্থ সাহার পাশাপাশি কলকাতার বিশিষ্ট শিল্পী জয়দীপ চক্রবর্তীকেও একই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তীর্থ সাহা, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে বসবাসরত তীর্থ সাহা একজন সুপরিচিত রবীন্দ্রসংগীত শিল্পী। তিনি মাত্র চার বছর বয়সে মায়ের কাছে সংগীতের প্রাথমিক তালিম নেন। পরবর্তীতে সংগীত ভবনে অধ্যয়ন করে রবীন্দ্রসংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান (অ্যানথ্রোপোলজি) বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

সংগীতচর্চার পাশাপাশি তিনি একজন উচ্চমানের অভিনেতাও। তাঁর নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্ম “তীর্থ মিউজিক চ্যানেল”-এ একাধিক রবীন্দ্রসংগীত প্রকাশিত হয়েছে, যা দর্শক-শ্রোতাদের মধ্যে সমাদৃত। বর্তমানে তীর্থ সাহা স্থায়ীভাবে কানাডার ক্যালগেরি শহরে বসবাস করছেন। শিল্পী তীর্থ সাহা বাংলাদেশের প্রথিতযশা কবি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক মহাদেব সাহার জ্যেষ্ঠ পুত্র।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তীর্থ সাহা গণমাধ্যমকে বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি কানাডা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি পুরো বাংলাদেশের জন্য গর্বের। আমাকে এই সম্মান দেওয়ার জন্য ‘রবি ছন্দম’ ও সংশ্লিষ্ট সকল আয়োজকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

শিল্পীর সফরসঙ্গী খায়ের খোন্দকার রুবেল বলেন, তীর্থ সাহার এই সম্মানে আমরা সকল বাংলাদেশি গর্বিত। প্রবাসে তাঁর সংগীতচর্চা আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে- এটাই আমার বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here